কল্পনা চাকমা অপহরণ মামলার নারাজীর আবেদনের পরবর্তী শুনানীর দিন ২৫ এপ্রিল

Published: 16 Jan 2018   Tuesday   

দেশ-বিদেশে বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর বাদীর নারাজী আবেদনের শুনানী আবারো পিছিয়ে দিয়ে আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন আদালত।

 

মঙ্গলবার সকালে  রাঙামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ শুনানীর পরবর্তী দিন ধার্য করেন।

 

মামলার বাদী পক্ষের আইনজীবি জুয়েল দেওয়ান জানান, কল্পনা চাকমা অপহরণ মামলার পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর বাদীর নারাজী আবেদনের শুনানী  দিন মঙ্গলবার আদালতে ধার্য ছিল। এতে মামলার শুনানীর জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এর বিচারিক আদালতে তোলার পর বিজ্ঞ বিচারক আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন। আদালতে শুনানীর সময় মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা উপস্থিত ছিলেন। এ নিয়ে নারাজী শুনানী সপ্তম বার পেছানো হল।

 

তিনি আরো জানান, যেহেতু  কল্পনা চাকমা মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা। তাই আশা করা যাচ্ছে আদালতের নির্দেশিত প্রতিবেদন দাখিল ও মামলার আরো অধিকতর তদন্তের জন্য আদালত নির্দেশ দেন তাহলে এই মামলার  একটি যথাযথ সত্য উদঘাটন বের হয়ে আসবে।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে ১১ জুন গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়ি নিউ লাল্যাঘোনা থেকে অপহরণ হয় নারী নেত্রী কল্পনা চাকমা। এ ঘটনার মামলার পর একাধিক তদন্ত কর্মকর্তা তদন্ত করা হলেও কেউ কল্পনার সন্ধান দিতে পারেনি। সর্বশেষ মামলার তদন্ত কর্মকর্তা রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত করে ২০১৬ সালে ১৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেন। এ  প্রতিবেদন প্রত্যাখান করে আরো অধিকতর তদন্তের জন্য সে মাসে ২৮ নভেম্বর আদালতে নারাজী আবেদন জানান মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত