এডুকেশনাল প্রোগ্রাম ফর লংগদু কর্মসূচীর সমাপ্ত ঘোষণা

Published: 13 Jan 2018   Saturday   

লংগদুতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখার জন্য গঠিত এডুকেশনাল প্রোগ্রাম ফর লংগদু কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

 

শনিবার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি সভায় এ ঘোষনা দেয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব বিকল্প চাকমা। বক্তব্য রাখেন, লংগদু সদর ইউপি চেয়ারম্যান কলিন মিত্র চাকমা আদু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, আটারক ছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা, স্বেচ্ছাসেবী সংগঠন স্পার্ক প্রোগ্রাম কোর্ডিনেটর মিজ নুকু চাকমা, ত্রিলোচন চাকমা, মনি শংকর চাকমা, মানিক কুমার চাকমা হেডম্যান, উন্মেষ এর সভাপতি দীপন চাকমা, পারমিতা চাকমা, জয়া চাকমা, রুমেন চাকমা, শ্রাবন চাকমা, জয়েন চাকমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন অনন্যা চাকমা।

 

সভায় আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তারজন্য রাঙামাটির অন্যতম সংগঠন স্পার্ক, উন্মেষ, জুম্ম বিসিএস সমিতি, হিল ব্লগার অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম এবং চট্টগ্রামের চারুলতাসহ বিভিন্ন সংগঠন, ব্যাক্তিগত উদ্যোগে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।


উল্লেখ্য, গেল বছর ১জুন খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিত মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। পরদিন ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে যায় এবং গুনমালা চাকমা নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যূ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত