লংগদু সেনা জোনের কম্বল বিতরণ ও ফ্রি স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত

Published: 11 Jan 2018   Thursday   

রাঙামাটির প্রত্যন্ত দুর্গম লংগদু সেনা জোনের পক্ষ থেকে বৃহস্পতিবার  শীতার্থদের মাঝে কম্বল বিতরণ এবং ফ্রি স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত হয়েছে।

 

লংগদু উপজেলার র‌্যাংকায্য এলাকায় লংগদু সেনা জোনের সহায়তায় হতদরিদ্রদের মধ্যে প্রায় ৪-৫শ’ কম্বল বিতরণ  করা হয়। এসময় র‌্যাংকায্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা ও স্থানীয় ইউপি সদস্য গোপাল চাকমা। এসব কম্বল এলাকার পাহাড়ি বাঙালি উভয়ের মধ্যে বিতরণ করা হয়।

 

অপরদিকে লংগদু সেনা জোন ও লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষে স্বাস্থ্যসেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ সুলতানা সাফিয়া ও আর এমও ডাঃ ক্যাপটেন রুবেল আজাদ এবং লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তন্ময় বড়–য়া।

 

লংগদু জোন প্রতি নিয়ত প্রত্যন্ত দুর্গম এলাকায় পাহাড়ি বাঙালিদের মধ্যে এসব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আয়োজক সূত্রে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত