রাঙামাটিতে মনির হোসেন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Published: 10 Jan 2018   Wednesday   

রাঙামাটি মেডিকেল কলেজ চালুর দিনে ২০১৫ সালের ১০ জানুয়ারী সন্ত্রাসী হামলায় নিহত মনির হোসেন হত্যার বিচারের দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনির হোসেন স্মৃতি সংসদ আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য  দেন  সমঅধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট আবসার আলী, রাঙামাটি মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কামাল, নানিয়ারচরের মনির হোসেন স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মামুন ভুইয়া। মানবন্ধন শেষে  জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে মনির হত্যাসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যান্ডের বিচার, মনিরের ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন, মনিরের ভাইকে সরকারি চাকরির জন্য দেয়া ডিও লেটার বাস্তবায়ন এবং মনিরের নামে বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল কলেজে পৃথক দুই হলের নামকরণ করার দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত