রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অপসারণের দাবী

Published: 10 Jan 2018   Wednesday   

দূর্নীতি ও অযোগ্যতার অভিযোগ এনে অপসারনের দাবী জানিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

 

বুধবার সকালে শহরের স্থানীয় একটি রেস্তোরায় এক সংবাদ সন্মেলনে সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না এ দাবী জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুল আল মামুন, সদস্য কাজী মোহাম্মদ জালোয়ার ও জাহাঙ্গীর কামাল উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোন নিয়ম নীতি না মেনে বর্তমান ভিসি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন যে কারণে গত তিন বছরে এ বিশ্ববিদ্যালয় ক্রমেই অচল হয়ে পড়ছে। তিনি ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমার অপসারণ করে একজন দক্ষ ভিসি নিয়োগ দেয়ার জন্য সরকারের  কাছে দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত