লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান

Published: 05 Jan 2018   Friday   

কোয়ান্টাম ফাউন্ডেশন এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লামা উপজেলা সরই ইউনিয়নের কোয়ান্টাম মেডিটেশন সেন্টারে শুক্রবার দিনব্যাপি চিকিৎসা সেবা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।  উপজেলাসহ বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন।

 

লামা কোয়ান্টাম ফাউন্ডেশন এর অর্গানিয়ার এডমিন(সমন্বয়কারী) পারভেজ মাসুদ এ প্রতিবেদককে বলেন, কোয়ান্টামের উদ্যোগে দেশের খ্যাতিমান চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি এ কোয়ান্টাম সেন্টারে।  শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়ে চিকিৎসা ক্যাম্পে আগত প্রায় ৩ হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, হ্রদরোগ, চক্ষুরোগ, দন্তরোগ, নাক-কান-গলা, চর্মরোগ, অর্থোপেডিকস, শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি মায়েদের চিকিৎসা  সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত