রাঙামাটিতে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ

Published: 01 Jan 2018   Monday   

উৎসব মূখর পরিবেশে সোমবার রাঙামাটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পাঠ্য বই ও আদিবাসী শিশুদের মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি শহরের বনরুপা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্ষ্ঠুানিকভাবে শিশুদের পাঠ্য বই ও আদিবাসী শিশুদের মাতৃভাষার বই বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মনসুর আলী, বনরুপা সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদারসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বনরুপা মডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদার জানান, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্টীর ভাষায় রচিত বইগুলো আকর্ষণীয় হওয়ায় শিশুরা পড়ালেখায় অনেক আগ্রহী হয়ে উঠবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী  এ বছর এ জেলায় ৯৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ লাখ ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে জাতীয় পাঠ্য বই এবং প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেনীতে চাকমা,মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী আদিবাসী শিশুদের মাঝে ২৫ হাজার ৬শ ৬৬টি নিজস্ব মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা জানান, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় গত বছর চাকমা,মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক-প্রাথমিক শিশুদের নিজস্ব মাতৃভাষার বই দিতে পেরেছি। তবে এ বছর প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেনীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের বই তুলে দিতে পেরেছি। এছাড়া জেলার যেসব প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় পাঠদানের শিক্ষক অভাব রয়েছে সেসব বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে জানুয়ারী ও ফেব্রুয়ারীর মধ্যে জেলা পরিষদের থেকে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

 

তিনি আরো জানান, মাতৃভাষায় প্রশিক্ষিত শিক্ষক না থাকায় গত বছর একটু সমস্যা হয়েছিল, তবে এ বছর তার সমস্যা হবে না। ইতোমধ্যে মাতৃভাষায় পাঠ্য বই পড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

অপরদিকে, জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং রাঙামাটি বনরুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্ধোধন করেন।

 

রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আলী রাঙামাটির সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাহেদ চৌধুরীসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গর্ভনিং বোর্ডের সভাপতি সদস্যরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত