মহালছড়িতে উৎসবমূখর পরিবেশে পাঠ্য বই বিতরন

Published: 01 Jan 2018   Monday   

সারাদেশের ন্যায় সোমবার খাগড়াছড়ির মহালছড়িতেও উৎসবমূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জাতীয় পাঠ্য বই বিতরন করা হয়েছে।

 

মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপিকা খীসা, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 

এছাড়াও  বিভিন্ন স্কুলে এ বই উৎসবের দিনে নৃত্য পরিবেশন, সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন করা হয়।

 

বই বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যেগ। এ ধারাবাহিকতা বজায় থাকলে ঝড়ে পড়া শিক্ষার্থী কমে আসবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়বে বলে মন্তব্য করেন শিক্ষার্থীদের অভিভাবকগণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত