পিএসসি ও জেএসসিতে রাঙামাটি জেলায় সেরা কাপ্তাই নৌ বাহিনী স্কুল

Published: 30 Dec 2017   Saturday   

প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় বরাবরের মতো রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্টত্বের আসন ধরে রেখেছে কাপ্তাই নৌ বাহিনী স্কুল।

 

কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম জানান, এ বছর জেএসসিতে এই স্কুল থেকে ১০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০১ জনই পাশ করেছে। তৎমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন, এ পেয়েছে ৩৫ জন এবং এ মাইনাস পেয়েছে ১ জন।

 

এদিকে পিএসসিতে শতভাগ পাশ করেছে এই স্কুল থেকে। পিএসসিতে সর্বমোট  ৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন এবং এ পেয়েছে ৩০ জন।

 

বিএন স্কুলের অধ্যক্ষ কমান্ডার রুহুল আমিন সরকার জানান শিক্ষদের আন্তরিকতা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সম্মলিত প্রচেষ্টায় এই ফল অর্জন হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত