পিএসসিতে জিপিএ ৫ বেশী পেয়েছে লামা উপজেলা, দ্বিতীয় বান্দরবান সদর

Published: 30 Dec 2017   Saturday   

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫  ফলাফলে বান্দরবান জেলা থেকে এগিয় রয়েছে লামা উপজেলা। এবারের পরীক্ষায়  উপজেলার ১০৪ টি বিদ্যালয়ের ২৮৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৭৫৬ জন পাশ করে। এর মধ্যে উপজেলায় ৩৩২ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে ৯৬ দশমিক ৮৪ শতাংশ পাশ করে।

 

লামা শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন বলেন, বান্দরবান জেলায় ৩৩২ জন ছাত্র-ছাত্রী  জিপিএ ৫ পেয়ে এগিয়ে রয়েছে লামা উপজেলা। দ্বিতীয় স্থানে রয়েছে বান্দরবান সদর উপজেলা। তারা জিপিএ ৫ পেয়েছে ১৮১টি।

 

উপজেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে নুনার বিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়। তাদের ১১০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০ জন জিপিএ ৫ পেয়েছে আর ৪৯ জন ছাত্র-ছাত্রী এ পেয়েছে। উপজেলায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৬ দশমিক ৮৪ শতাংশ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ দশমিক ৭০ শতাংশ পাশ করে। ইবতেদায়ী পরীক্ষায় উপজেলার ৪ টি মাদ্রাসার ১৯২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ১৭৮ পাশ করেছে।

 

এবিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া বলেন, জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ৯৫ দশমিক ৯৮ শতাংশ। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় পাশের বেশী হলেও(৯৮ দশমিক ৩০ শতাংশ) জিপিএ ৫ এ দ্বিতীয় স্থানে রয়েছে। জিপিএ ৫ ফলাফলে প্রথম স্থানে রয়েছে লামা উপজেলা। তাদের ৩৩২ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

 

এ ছাড়া রুমা উপজেলা জিপিএ ৫ পেয়েছে ২ জন, রোয়াংছড়ি ২ জন, নাইক্ষংছড়ি উপজেলা জিপিএ ৫ পেয়েছে-৮৯ জন, আলীকদম উপজেলায় জিপিএ ৫ পেয়েছে - ৫১ জন আর থানচি উপজেলায় কেউ জিপিএ ৫ পায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত