বিলাইছড়িতে নিলচান তঞ্চঙ্গ্যাকে অপহরণের দায়ে ৫জন আটক,জেল হাজতে প্রেরণ

Published: 24 Dec 2017   Sunday   

রাঙামাটির বিলাইছড়িতে ফারুয়া ইউনিয়নের বাসিন্দা নিলচান তঞ্চঙ্গ্যাকে অপহরণের দায়ে ফারুয়া এলাকা থেকে যৌাথ বাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে।

 

এদিকে রোববার আটককৃতদের রাঙামাটি আদালতে তোলা হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।


বিলাইছড়ির থানার অফিসার্স ইনচার্জ এস এম মোসাদ্দেকুল মোওলার জানান, রাঙামাটির বিলাইছড়িতে ফারুয়া ইউনিয়নের বাসিন্দা নিলচান তঞ্চঙ্গ্যাকে অপহরণের দায়ে শনিবার ফারুয়ায় এলাকায় যৌাথ বাহিনী অভিযান চালায়। অভিযানে অপরহনের অভিযোগে ৫ জনকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলেন, আপন কুমার তঞ্চঙ্গ্যা (২৫), পিতা-ফোলেয়া তঞ্চঙ্গ্যা, শান্তিময় চাকমা (৩৮), পিতা- মৃত:উষা চাকমা, রিপন তঞ্চঙ্গ্যা (২৬), পিতা-নতুন কুমার তঞ্চঙ্গ্যা জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা (৪০), পিতা- সুধন্য কুমার তঞ্চঙ্গ্যা এবং সতেজ তঞ্চঙ্গ্যা (৩৫), পিতা- বিল কুমার তঞ্চঙ্গ্যা।


তিনি আরও বলেন, অপহৃত নিলচান তঞ্চঙ্গ্যার ছেলে সজীব তঞ্চঙ্গ্যা গেল ২৩ ডিসেম্বর নিজে বাদী হয়ে ৩৬৪/৩৪ ধারায় মামলাটি করেন। মামলা নং-০৩। 


এদিকে, রোববার আটক ব্যক্তিদেরকে রাঙামাটি চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র বিচারক জাহিদ আহমেদ এর আদালতে তোলা হয়েছে। এতে আদালত জামিন নামঞ্জুর করে আটক ব্যক্তিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


উল্লেখ্য, গেল ১৯ডিসেম্বর সন্ধ্যার দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউপির নিজ বাড়ী থেকে নিলচান তঞ্চঙ্গ্যাকে দুর্বৃত্তরা অপহরণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত