খাগড়াছড়িতে বাল্যবিবাহ কারণ ও প্রতিকারে করণীয় শীর্ষক ফোকাস গ্রূপ ডিসকাশন

Published: 24 Dec 2017   Sunday   

 

খাগড়াছড়িতে ব্র্যাক পার্টনাশিপ স্ট্রেনদিং ইউনিট (পিএসইউ) উদ্যোগে বাল্যবিবাহ কারণ ও প্রতিকারে  করণীয় শীর্ষক ফোকাস গ্রূপ ডিসকাশন নিয়ে রবিবার সকাল ১০ টায় ৪ নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।

 

এসময় ব্র্যাক সদর উপজেলা ব্যবস্থাপক মো. সাইদ হোসেন সঞ্চালনায় জেলার ব্রাক প্রতিনিধি হুমায়ন কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান তপন বিকশ ত্রিপুরা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিম্ভিসার খীসা , খাগড়াছড়ি সূযের্র হাসি ক্লিনিক জেলা সমন্বয়ক দেবাশিষ বড়ুয়া , জনপ্রতিনিধি ও ইমাম এনজিও প্রতিনিধি এবং কিশোরকিশোরীরা উপস্থিত ছিলেন ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকশ ত্রিপুরা বক্তব্যে বলেন সরকারী পাশাপাশি বেসকরী উন্নয়ন সংস্থা ব্রাক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে । যার মধ্যে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিইপি অন্যতম । এ কর্মসূচির বাল্যবিহার প্রতি শূন্য সহিষ্ণুতায় বিশ্বাসী । গ্রামীন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করতে গিয়ে বাল্যবিবাহ বিভিন্ন কারন উঠে আসে । বাল্যবিবাহ কারন উঠে আসে দরিদ্র ও অস্বচ্ছলতা ভবিষ্যতে ভালো পাত্র পাওয়ার অনিশ্চয়তা সচেতনতার অভাব রয়েছে ।কোন সচেতন নাগরিকের কাম্য হতে পারেনা। তাই এ অবস্থা উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে।  আমাদের সদিচ্ছাই পারে বাল্যবিবাহ রোধ করতে। তাই বাল্যবিবাহ রোধে ব্যপকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে । পত্র-পত্রিকায় বিভিন্ন কেস স্টাডির , প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান যেমন নাটক, চলচ্চিত্র, টকশো ইত্যাদির মাধ্যমে সচেতন কাযর্ক্রম দৃঢ় করতে হবে। পরে তিনটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ ডিসকাশন করা হয় ।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত