শিক্ষা সহায়তার লক্ষে দীঘিনালায় মাইনী ফাউন্ডেশনের যাত্রা শুরু

Published: 22 Dec 2017   Friday   

তৃণমূল ও প্রান্তিক জনপদে শিক্ষা সহায়তার লক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ‘মাইনী ফাউন্ডেশন’ যাত্রা শুরু করেছে।


শুক্রবার সকালে দীঘিনালা সরকারি হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় সংসদ সদস্য ও শরণার্থী টাস্কফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথির বক্তব্য রাখেন।


সভার শুরুতে প্রধান অতিথির নেতৃত্বে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা এবং ইউএনও শেখ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত