খাগড়াছড়িতে বর্নাঢ্য আয়োজনে ত্রিপুরাব্দ পালিত

Published: 22 Dec 2017   Friday   

“আমার সংস্কৃতি আমার অহংকার” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ত্রিপুরাব্দ ১৪২৮।


ত্রিপুরাব্দ উপলক্ষে শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মাঠে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আলোচনা সভায় তিপ্রা বিসিকাতাল উদযাপন কমিটির আহ্বায়ক বরেন্দ্র ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের মহিল ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন ত্রিপুরা বক্তব্য রাখেন।


বক্তারা জাতিসত্তার অস্তিত্ব ধরে রাখতে সংস্কৃতি টিকিয়ে রাখার উপর গুরুত্বারোপ করেন এবং পার্বত্যবাসী তথা দেশবাসীকে ত্রিপুরাব্দের শুভেচ্ছা জানান।


ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে মিল রেখে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরাব্দ পালন করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত