সাজেক থেকে ৩ দিনব্যাপী ‘ট্যুর ডি সিএইচটি’ মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু

Published: 16 Dec 2017   Saturday   

মহান বিজয় দিবস উপলক্ষে ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলার পর্যটন স্পট সাজেকে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, ট্যুর ডি সিএইচটি এর সমন্বয়কারি মশিউর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক কর্ণেল মাহবুবুর রহমান সিদ্দিকী, উর্ধতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাইক প্রতিযোগিতা তিন নারী প্রতিযোগীসহ সারাদেশের ৫৩জন অংশ গ্রহন করেন। অংশগ্রহনকারিরা সাজেক থেকে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি এবং বান্দরবানের থানচিতে (৩০০ কিলোমিটার) গিয়ে শেষ হবে।

 

দ্বিতীয়বারের মত বাইক প্রতিযোগিতার এবারও যৌথ আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এবং বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব।

 

সাজেক থেকে থানচি পর্যন্ত ৩ দিন তিন পার্বত্য জেলাব্যাপী ৩’শ কিলোমিটার পথ প্রদক্ষিন করবে প্রতিযোগিতারা। তিন পার্বত্য জেলার ৬জন করে প্রতিযোগিসহ বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের ৫৩জন প্রতিযোগি এতে অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় রয়েছে তিন জেলার পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সেনাবাহিনী,বিজিবি, জেলা ক্রীড়া সংস্থা, স্কাউটস, রেডক্রিসেন্টসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত