বাঘাইছড়িতে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর পদত্যাগ

Published: 15 Dec 2017   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ২১জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগকারীরা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে পদত্যাগ করছেন দাবী করেছেন।

 

সকাল উপজেলা সদরে  গিয়ে ২১ জনের আওয়ামী লীগ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল বিহারী চাকমা। সকাল ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের কাছে ২১ জনের পদত্যাগ পত্র জমা দেওয়া হয়। পদত্যাগকারীরা হলেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর কুমার চাকমা, সদস্য নির্বাশীষ চাকমা,  বাঘাইছড়ি ইউনিয়ন কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বীরবাহু তালুকদার, সদস্য ¯েœহ কুমার চাকমা, নবদত্ত চাকমা, উদয় রবি চাকমা, প্রদীপ চন্দ্র চাকমা, বিলাস চন্দ্র চাকমা, অমর কান্তি চাকমা, সুবল চন্দ্র চাকমা, নিবুল কান্তি চাকমা, চার্য্য মনি চাকমা, অমর শান্তি চাকমা, শিবু রঞ্জন চাকমা, বিটু মনি চাকমা, পূর্ণকিশোর চাকমা, রমেল চাকমা, নিহার চাকমা ও বাঘাইছড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদক নাগরিকা চাকমা ও সদস্য অলকা চাকমা।

 

বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল বিহারী চাকমা  উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরকুমার চাকমা জানান, সবাই স্বেচ্ছায় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রগুলো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জমা দেয় হয়েছে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদত্যাগপত্র পেয়েছেন স্বীকার করে জানান, বাঘাইছড়ি ইউনিয়ন কমিটি থেকে ১৯ জন ও উপজেলা আওয়ামী লীগ থেকে ২ জনের পদত্যাগ পত্র পেয়েছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত