রাঙামাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন

Published: 15 Dec 2017   Friday   

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে রাঙামাটির কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা।

 

শহরের পৌর ট্রাক টার্নিমালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখ, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে:কর্নেল রেদওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।পৌর ট্রাক টার্নিমাল এলাকার কাপ্তাই হ্রদের ধারে এই আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে  বিভিন্ন বয়সী শত শত লোকজন ভিড় জমান।

 

রাঙামাটি সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা আন্তঃ উপজেলায় প্রতিযোগিতায় নয় উপজেলা থেকে প্রতিযোগিরা অংশ গ্রহন করেন।  এছাড়া সেনা বাহিনীর আন্তঃ জোন প্রতিযোগিতা ছাড়াও ঐতিহ্যবাহী সাম্পান ও মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃ উপজেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জুরাছড়ি উপজেলা ও দ্বিতীয় হয়েছে রাঙামাটি সদর। এছাড়া সেনাবাহিনীর আন্তঃ জোন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাঙামাটি সদর জোন ও দ্বিতীয় হয়েছে জুরাছড়ি জোন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত