জুরাছড়িতে জেলা আওয়ামীলীগের উদেষ্টাসহ ৪৩ জনের পদত্যাগ

Published: 14 Dec 2017   Thursday   

পদত্যাগের হিড়িক থামছে না জুরাছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোতে। এবার রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টাসহ অঙ্গসংগঠনের গুরুত্ব পূর্ণ পদের দুই হেডম্যান ও এক কার্ব্বারীসহ ৪৩জন নব্য নেতাকর্মী পদত্যাগের খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান পদত্যাগকারীরা। পদত্যাগকৃতরা হলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কালা চান চাকমা, উপজেলা আওয়ামী লীগের সদস্য বরকলক গ্রামের মানেকশা চাকমা, মৈদং ইউনিয়নের সুভাষ জ্যোতি চাকমা, বিজয় চাকমা, রিনু চাকমা, মনোরঞ্জন চাকমা,  উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি ও ডুবাজারুল মৌজার হেডম্যান রিপন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রিতেশ চাকমা, সদস্য উজ্জল কান্তি চাকমা, বনযোগীছড়া আওয়ামী লীগের সভাপতি শৈলেশ্বর চাকমাসহ নব্য ৪৩ জন নেতা কর্মী রয়েছে। পঞ্চম দফাসহ ৩০৭ জন  নেতা-কর্মী এ পর্যন্ত পদত্যাগ করলেন।

 

রাঙামাটি জেলা আওয়ামী লীগের ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কালা চান চাকমা জানান, ব্যক্তিগত ও বয়জেষ্ঠ্য হওয়ার কারণে দল থেকে পদত্যাগ করছি। ইতি মধ্যে পদত্যাগপত্র জেলা সভাপতির কাছে পাটিয়ে দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে কেউ হুমকি প্রদান করেনি। নিজের ইচ্ছায় দল থেকে অব্যহতি নিচ্ছি।

 

পদত্যাগী নব্য যোগদানকৃতরা হচ্ছে মৈদং ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সদস্য ললিত চন্দ্র তংচঙ্গ্যা, স্থানীয় কার্ব্বারী ভুবন চন্দ্র তালুকদার, কালাচান তালুকদার ও নব্য সদস্য রাঙ্গাধন চাকমা। দুমদুম্যা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নব্য সদস্য সন্ত বরণ চাকমা, বিজয় সিংহ চাকমা, অনিল চাকমা, গান্ধি চাকমা, সুনেন্দু চাকমা, অমরধন চাকমা, সাধন চাকমা, নিত্যানন্দ চাকমা, দয়ারানী চাকমা, চিংগুরাম চাকমা, শান্তি লাল চাকমা, মদন চাকমা, হেমরঞ্জন চাকমা, মধু চন্দ্র চাকমা, কাজলা চাকমা, বিজয় কুমার চাকমা, বির বাহু চাকমা, পিন্দুক্ষ্য চাকমা, সমক হুলি চাকমা, উদয় চান চাকমা, বরুন চাকমা, সুনিল তংচঙ্গ্যা, শুদ্ধ ধন চাকমা, কল্পনা দেবী চাকমা, দিপংকর চাকমা, মধু চন্দ্র চাকমা, রজিনা চাকমা, বিরনাক্ষ চাকমা, পিনধুক্ষে চাকমা। এছাড়া বরকল উপজেলার সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের নব্য সদস্য সোনাই চাকমা।

 

উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা পদত্যাগের বিষয়ে অনেকে সত্যতা স্বীকার করেছেন। আনেকে শুনেছেন বলে জানিয়েছেন।

 

উল্লেখ্য গেল ৫ জুন সন্ধ্যায় জুরাছড়ি আওয়ামী লীগের নেতা অরবিন্দু চাকমার হত্যা কান্ডের ৪দিন পরে উপজেলা নেতা-কর্মীদের পদত্যাগের হিরিক পরে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত