গুইমারায় বিপুল অস্ত্রশস্ত্রসহ ইউপিডিএফ’র ৬ কর্মী আটক

Published: 13 Dec 2017   Wednesday   

খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে বিপুল অস্ত্রশস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।


বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে ছয় যুবককে আটক করে এবং পরে তাদের স্বীকারোক্তিতে ২টি পিস্তল, ১টি রাইফেল, ১টি দেশীয় এলজি এবং ৪৯ রাউন্ড গুলী উদ্ধার করা হয়।


মাটিরাঙা সেনা জোনের পক্ষ থেকে আটককৃতদের ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর সামরিক শাখার কর্মী বলে জানানো হয়েছে। তবে ইউপিডিএফ’র পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


গুইমারা থানার ওসি শাহাদাত হোসেন টিটো অস্ত্র উদ্ধার এবং আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপিডিএফ’র  নিন্দা ও প্রতিবাদ:
৬ কর্মীকে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


বুধবার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, ইউপিডিএফ’কে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর উদ্দেশ্যে গণসংযোগ শেষে চৌধুরীপাড়ায় রাত যাপনকারী পার্টি ও অঙ্গ সংগঠন ডিওয়াইএফ-এর ৬জন নেতা-কর্মীকে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত