জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা

Published: 12 Dec 2017   Tuesday   

মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার পরিদর্শক( তদন্ত) নুরুল আলম, কর্নফুলি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সিরাজউদ্দিন, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান  খ্যাই সা অং মার্মা। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার সলিল চাকমা। এর আগে একটি বর্নাঢ্য  র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দেশ এখন অনেক এগিয়ে গেছে। ঘরে ঘরে ইন্টারনেট সংযোগের কারনে বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। মানুষকে  এখন ইন্টারনেট সেবার জন্য শহরে যেতে হয় না। ইন্টারনেট সেবা এখন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে সহজতর হয়ে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত