খাগড়াছড়ির দুর্গম গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার ৬৭ বর্ষপূতি ও প্রথম পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদাচরণায় মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি হাসপাতালের অবসর প্রাপ্ত আবসিক চিকিৎসক বিশ্ব কীর্তি ত্রিপুরা, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ানসহ সমাজের বিভিন্ন স্থানে অবদান রাখা বিদ্যালয়ের প্রাক্তন অনেক শিক্ষার্থী স্মৃতিচারণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পারাস্পারিক সর্ম্পক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে পুনর্মিলনীর মতো অনুষ্ঠান গুরুত্ব বহন করে। ভবিষ্যতে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়কে আরও আধুনিকায়নের দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.