র‌্যাব দিয়ে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী

Published: 07 Dec 2017   Thursday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমার হত্যার  প্রতিবাদে  বৃহস্পতিবার রাঙামাটিতে হরতাল পালন শেষে যুবলীগের উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে  নেতৃবৃন্দ জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ সভাপতি অরবিন্দু চাকমার হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না পরবর্তীকে কঠোর কর্মসূচি দেয়া হবে হুমকি দেন। পাশাপাশি  নেতৃবৃন্দ র‌্যাব দিয়ে  অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান। 

 

বনরুপার বিএম শফিং মার্কেট চত্বর এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশে জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর। বক্তব্যে দেন জেলা শ্রমীকলীগের সভাপতি শামসুল আলম শামসু, মহিলালীগের নেত্রী রোমনা আক্তার, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক বিপুল ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকায় গিয়ে শেষ হয়।

 

উল্লেখ্য,গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জুরাছড়ির দেবাছড়ি এলাকায়  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত