জুরাছড়িতে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

Published: 05 Dec 2017   Tuesday   

রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার দেবাছড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা(৩৮) দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করে হত্যা করেছে।

 

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামীলীগ।

 

উপজেলা আওয়ামীলীগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা উপজেলা সদরের জুরাছড়ি ইউনিয়নের দেবাছড়া এলাকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন আগামী বৃহস্পতিবার উদ্বোধনের জন্য কাজের তদারকি করতে যান। এসময় বিদ্যালয়ে মাঠে অবস্থান করার সময় একদল দৃর্বৃত্ত অতর্কিতে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে অরবিন্দু চাকমার মৃত্যূ হয়। নিহত অরবিনন্দু চাকমার বাড়ী থেকে প্রায় ৪শ দুরে অবস্থিত বিদ্যালয় মাঠটি। তার পেটে ও গলায় গুলি লাগে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ জুরাছড়ি থানায় রাখা হয়েছে।


এদিকে, এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল থেকে বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামীলীগ।


জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশেদ সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় রাখা হয়েছে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত খাগড়াছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ভবনটি বৃহস্পতিবার উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের লক্ষে অরবিন্দু চাকমা বিদ্যালয় মাঠে কাজ করতে গেলে দুর্বৃত্ত অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যূ হয়।


উপজেলা আওয়ামীলীগের প্রর্বক চাকমা ঘটনার সাথে জড়িতদের দোষীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জানিয়ে বলেন, নিহত অরবিন্দু চাকমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি আরো জানান, এ হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয়া হয়েছে।


জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য দীপংকর তালুকদার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের দুর্বৃত্তদের দ্বারা হত্যাকান্ড ঘটেছে। তিনি এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের পূর্বক শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত