রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি মেম্বার নিহত

Published: 05 Dec 2017   Tuesday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় তৈচাকমা দজর পাড়ার ১৮ মাইল নামক স্থানে মঙ্গলবার দুর্বত্তদের গুলিতে সাবেক এক ইউপি মেম্বার নিহত হয়েনে। তার নাম অনাদি রঞ্জন চাকমা(৪৬)। ঘটনার প্রতিবাদে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি আগামী বৃহস্পতিবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ।


জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নানিয়ারচর উপজেলার তৈচাকমা দজর পাড়ার ১৮ মাইল নামক এলাকায় নিজ বাসায় থেকে অনাদি রঞ্জন চাকমা পাশ্ববর্তী চা দোকানে যাচ্ছিলেন। এসময় ৬ থেকে ৭ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়া।


পুলিশ লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিহত অনাদি রঞ্জন চাকমা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি নানিয়ারচর সদর ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার।


এদিকে, নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ঘটনার তীব্র িিন্দা ও ্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছেন। প্রেস বার্তায় এ ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় দাবী করা হয়, হামলার পর অন্য এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। অনাদী রঞ্জন চাকমার বাড়ি নানিয়াচরের চিরঞ্জীব দজর পাড়া। নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গত ১৫ নভেম্বর নানিয়াচর আসার পর থেকে তিনি তাদের ভয়ে পালিয়ে ছিলেন।


প্রেস বার্তায় অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলা হয়,নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নানিয়াচরে আসার পর থেকে দিন দুপুরে বিভিন্ন গ্রামে ও থানা সদরে সশস্ত্র মহড়া, অপহরণ, লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা দাবি করলেও প্রশাসন নীরব রয়েছে। প্রশাসনের এই ভূমিকার কারণে দুর্বৃত্তরা এখন নিরীহ লোকজন খুন করার সাহস পাচ্ছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি নিশ্চিত করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত