গুইমারায় প্রীতি ভলিবলে বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ৭ আনসার ব্যাটালিয়ন

Published: 04 Dec 2017   Monday   

পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষ্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত ভলিবল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন।

 

রোববার বিকেলে গুইমারা রিজিয়নের স্পোর্টস গ্রাউন্ডে শান্তি কনসার্টের পূর্বে অনুষ্ঠিত খেলায় সেনা সার্জেন্ট শওকত হোসেনের পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও স্থানীয় জনতার দল সহ সর্বমোট ৪টি দলের অংশগ্রহনে খেলা শুরু হয়। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনতাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। ২য় অর্ধে ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়, এছাড়াও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সিপাহী নাজমুল হোসেন।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুররষ্কার তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি পিএসসি,জি।

 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামসের উদ্দিন, বিজিবির রামগড় জোন কমান্ডার লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ, ৬ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার এস এম আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও মাঠে সামরিক পদস্থ কর্মকর্তা সহ হাজারও দর্শক উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত