মহালছড়িতে পার্বত্য এলাকার জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান শীর্ষক মতবিনিময় সভা

Published: 03 Dec 2017   Sunday   

রোববার খাগড়াছড়ির মহালছড়িতে  পার্বত্য এলাকার জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন ২০৩ পদাতিক ডিভিশন খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা , মহালছড়ি  জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুর-ই- এলাহী, পিএসসি, খাগড়াছড়ি রিজিয়ন এর জিটুআই মেজর মোঃ  নাজমুস সালেহীন সৌরভ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন ঊর্মি, ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলি খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথি কার্বারী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জুবাইরুল হক,  শিক্ষানুরাগী মোঃ শাজাহান পাটোয়ারি,   মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান, রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যাংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা  প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রেখে সকল ধর্মাবলম্বী তথা পার্বত্য এলাকার বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শান্তি, সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে এবং  প্রত্যেকটি কাজের জন্য একে অপরের প্রতি বিশ্বাস  রেখে সকল  ধরনের উন্নয়ন কাজের ধারা বজায় রাখতে হবে।

 

তিনি সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি বিগত সময়ের ধারাবাহিকতায় আগামী দিনেও পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভাগ্যোন্নয়নে এখানকার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখার আশ্বান প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত