কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Published: 03 Dec 2017   Sunday   

পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে রোববার কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্হার সহ সভাপতি উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,ক্রীড়া সংস্হার  সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া,যুগ্ম সম্পাদক থোয়াই চা প্রু চৌধুরী রুবেল, হরিনছড়া মৌজার হেডম্যান থোয়াই অং মার্মা,উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন । প্রীতি ফুটবল ম্যাচে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সদস্যরা উপস্হিত ছিলেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব কাজী মাকসুদুর রহমান বাবুল সহকারী হিসাবে ছিলেন কল্যান তংচংগ্যা এবং নুরনবী সফু। খেলা ধারাভাষ্যকার হিসাবে ছিলেন মাহাবুব আলম এবং ঝুলন দত্ত।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা ও রাংগুনিয়া ফুটবল একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা ২-১গোলে  রাংগুনিয়া ফুটবল একাডেমীকে  পরাজিত করে। খেলার প্রর্থমাধ্যে ১-১ গোলে সমতা হলেও দ্বিতীয়ার্ধে রাসেল এর গোলে এগিয়ে যায় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত