আগামী ৬ মার্চ খাগড়াছড়ির পানছড়িতে বুং-গজা’র জনগোষ্ঠীর জ্ঞাতী মিলনী ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে

Published: 24 Feb 2015   Tuesday   

বুং-গজা’র সকল জনগোষ্ঠীর জ্ঞাতী মিলনী ও ধর্মীয় অনুষ্ঠান আগামী ৬ মার্চ খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে বুং-গজা জ্ঞাতী মিলনী ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের পক্ষ থেকে বুং-গজা-এর সকল গোষ্ঠীর জাতিদের উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন ও সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।


এক প্রেস বার্তায় বলা হয়, চাকমা সম্প্রদায়ের বুং-গজার সকল জনগোষ্ঠীর জ্ঞাতী মিলনী ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আগামী ৬মার্চ(শুক্রবার) ২০১৫-এ খাগড়াছড়িজেলার পানছড়ি উপজেলার পানিছড়িস্থ শান্তিপুর অরণ্য কুটিরে প্রথমে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর পর বুং-গজা’র জ্ঞাতী মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

বুং-গজা জ্ঞাতী মিলনী ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের পক্ষ থেকে উক্ত মিলন মেলায় দেশ-বিদেশে অবস্থানরত বুং-গজা’র সকল গোষ্ঠীর জাতিদের অনুষ্ঠানে অংশ গ্রহন ও সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বুং-গজা জ্ঞাতী মিলনী ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের সাথে যোগাযোগের জন্য তিনটি মোবাইল নম্বর(০১৫৫৬৫৭৬২৪৪,০১৫৫৩৭৫০১০৩ ও ০১৫৫৬৬৪৪০৫৫) দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত