বিলাইছড়িতে বিনামূল্যে সার ও ভূট্টা বীজ বিতরণ

Published: 28 Nov 2017   Tuesday   

মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ১৫ জন চাষীকে নিজ কার্যালয়ে ভূট্টবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

 

উপজেলা কৃষি কার্যালয়ে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (তিন পার্বত্য জেলা) প্রসেনজিৎ মিস্ত্রী। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নূরু আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহফুজুর রহমান। অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অতিথিরা রবি ২০১৭-১৮ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির অধীনে ‘বিনামূল্যে ভূট্টাবীজ ও সার বিতরণ’ প্রকল্পে প্রতি চাষীকে ২কেজি হাইব্রীড ভূট্টাবীজ, ১০ কেজি এম.ও.পি সার এবং ২০ কেজি ডি.ই.পি সার  বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত