সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে প্রভাব পড়বে-দীপংকর তালুদকার

Published: 26 Nov 2017   Sunday   

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুদার বলেছেন, পাহাড়ে এখনও অবৈধ অস্ত্র রয়েছে। তাই এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনের প্রভাব পড়বে।

 

তিনি যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর জন্য আহ্বান জানান।

 

রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলা ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাইখালী রিফুজি পাড়া সরকারি স্কুল সংলগ্ন মাঠে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির এর সঞ্চালনায় আালোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ  আওয়ামী যুবলীগের  জেলা শাখার সভাপতি পৌর মেয়র  আকবর হোসেন চৌধুরী।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছূপ তালুকদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কাপ্তাই  উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিন,  সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী  এবং সাংগঠনিক সম্পাদক- শেখ মোহাম্মদ নাছের।

 

এর আগে একটি বনাঢ়্য রেলী রাইখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। সবশেষে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত