রাঙামাটিতে জাল নোটসহ আটক ১

Published: 18 Nov 2017   Saturday   

রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক এলাকা বনরুপা বাজার থেকে জাল নোটসহ ফখরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার পিতা নাম মো: সিরাজুল হক। সে বাড়ী বাউফল থানার পটুয়াখালী জেলার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার শহরের বনরুপা বাজারের সাপ্তাহিক হাটের দিনে আটক ফখরুল ইসলাম খুচরা ব্যবসায়ী মো: মাখন, বিক্রম চাকমা, নীল মোহন চাকমার কাছ থেকে কমলা সুপারি, শাক-সব্জি ক্রয় করেন। পরে অপর এক ব্যবসায়ী সুশান্তি চাকমার কাছ থেকে ফখরুল ইসলাম জাল নোটের টাকা দিয়ে কমলা ক্রয় করেন। এতে ওই ব্যবসায়ী সন্দেহ হলে পাশে থাকা ব্যবসায়ীসহ অন্যান্যদের জানানোর পর জাল নোট বলে তারা নিশ্চিত হন। এসময় ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনরা জাল নোটসহ ফখরুল ইসলামকে হাতে নাতে ধরে বনরুপা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নেতৃবৃন্দের কাছে সোর্পদ করে। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোট ৯টি এবং পাঁচ শত টাকার জাল নোট একটি পাওয়া যায়। পরে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ কতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফখরুলকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তির


ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি  স্নেহাশীষ চাকমা (আশীষ) জানান, বাজারে আসা লোকজনদের সহায়তায় জাল নোটসহ এক জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শিবু জানান, জালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত