খাগড়াছড়িতে শালবন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

Published: 17 Nov 2017   Friday   

খাগড়াছড়িতে পৌরসভা ও স্থানীয়দের উদ্যোগে শালবন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শালবন মোহাম্মদপুর এলাকায় ভিত্তিপ্রস্থরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।


এসময় অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মো. গোফরান ফারুকী, খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের ও স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে শালবন স্কুল এন্ড কলেজের ফান্ডে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে সহযোগীতার আশ্বাস দেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও মো. পৌর মেয়র রফিকুল আলম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত