খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত

Published: 16 Nov 2017   Thursday   

মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ডাকে খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। ইউপিডিএফ’র নাম ভাঙিয়ে নতুন দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) গঠনের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি ডাকা হয়।

 

খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে অবরোধ অহ্বানকারীরা পিকেটিং করে। এসময় পিকেটাররা সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালায়। অবরোধের কারণে দুরাপাল্লার যাবাহন চলাচল করেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় যান চলাচল করে। শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় শান্তিপূর্নভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।


এদিকে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির সদস্য অমল ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ‘‘নব্য মুখোশ বাহিনী’ সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে খাগড়াছড়িতে দিনব্যাপী শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালিত হয়েছে। সড়ক অবরোধ সফলভাবে সম্পন্ন করতে সকল প্রকার স্বতঃস্ফূর্ত সহযোগিতা দেয়ার জন্য মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি এলাকার জনগণসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।


প্রেস বার্তায় জুম্ম জনগণের অধিকার আদায়ের লড়াইকে ধ্বংস করতে সরকারের এই প্রচেষ্টা পার্বত্য জুম্ম জনতা ও দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না উল্লেখ করে `নব্য মুখোশ বাহিনী`কে পৃষ্ঠপোষকতা দেয়ার ষড়যন্ত্রমূলক কাজ থেকে বিরত না হলে পার্বত্য জনগণ তীব্রভাবে প্রতিরোধ করবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।


অরপদিকে মহালছড়ি প্রতিনিধি জানান, একই প্রতিবাদে মহালছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে স্থানীয়ভাবে হালকা কয়েকটা যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন যান বাহন চলাচল করেনি। অবরোধ চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।


উল্লেখ্য, গেল বুধবার খাগড়াছড়িতে ইউপিডিএফ’র নাম ভাঙিয়ে তপন জ্যোতি চাকমার(বর্মা) নেতৃত্বে নতুন দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) গঠনের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শহরে মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত লাঠি মিছিল ও সমাবেশ থেকে এই অবরোধ কর্মসূচী ঘোষনা দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত