পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষনের প্রতিবাদে মহালছড়িতে মানববন্ধন

Published: 16 Nov 2017   Thursday   

খাগড়াছড়ির মহালছড়িতে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক সফি মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার মহালছড়িতে শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেছে।


মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ এ মানব বন্ধনে অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও এপিবিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল আহাম্মেদ, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন মনি চাকমা, মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিন উদ্দিন ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

 

মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম অপরাধ। এ অপরাধের কোন ক্ষমা নেই। ধর্ষক মো: সফি মিয়াকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে মহালছড়িতে এ ঘটনার পূনরাবৃত্তি না ঘটে এবং ভবিষ্যতে অন্যান্য ছাত্র-ছাত্রীরা নিরাপদে স্কুলে আসা যাওয়া করতে পারে তার সকল নিরাপত্তা বিধানের ব্যবস্থা করারও দাবী জানান বক্তারা।


উল্লেখ্য,গেল মঙ্গলবার স্কুল ছুটির পরে সফি মিয়া শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে কাটিং টিলা নামক নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে ওই এলাকার একজন জঙ্গলে গরু আনতে গিয়ে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সফি মিয়াকে পুলিশ আটক করে।এ ঘটনায় ধর্ষক সফির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মহালছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত