মহালছড়িতে শিশুকন্যা ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে পিসিপি ও এইচডব্লিউএফ

Published: 15 Nov 2017   Wednesday   

খাগড়াছড়ির মহালছড়িতে গেল মঙ্গলবার পঞ্চম শ্রেণিতে পড়ূয়া শিশু কন্যা ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিপি চাকমার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল মঙ্গলবার উপজেলা সদরের চৌধুরী টিলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো: সফি কর্তৃক নতুন পাড়া গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা ধর্ষিত হয়। যদিও ধর্ষক সফি’কে এলাকাবাসী আটক করে পুলিশে হাতে তুলে দেওয়া হয়।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত হত্যা, গুম ও ধর্ষণের মতো অপরাধের বিচারসহ মহালছড়িতে শিশু কন্যা ধর্ষক সফি’র দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ধর্ষিত শিশুর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবী করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত