মুখোশ পরিহিত বাহিনীর অপতৎপরতা প্রতিবাদে রাঙামাটিতে পিসিপি`র বিক্ষোভ-সমাবেশ

Published: 15 Nov 2017   Wednesday   

মিছিল-সমাবেশে বাঁধা, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও মুখোশ পরিহিত বাহিনীর অপতৎপরতা প্রতিবাদে  বুধবার রাঙামাটির নানিয়ারচরে  বিক্ষোভ-সমাবেশ করেছে ইউপিডিএফের সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)। 

 

নানিয়ারচর উপজেলা বেতছড়ি জেনালে ওসমানী উচ্চ বিদ্যালয় এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ধর্ম সিং চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি কহেলী চাকমা। সমাবেশ শেষে বেতছড়ি স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বেতছড়ি বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা ছাড়াও স্থানীয় গ্রামবাসীরা অংশ নেন।

 

সমাবেশে বক্তারা ইউপিডিএফের মিছিল মিটিং সমাবেশে বাধা, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারিকৃত  অগণতান্ত্রিক ১১ দফা নির্দেশনা বাতিলের দাবী জানানান। পাশাপাশি বক্তারা অভিযোগ করেন ইউপিডিএফ থেকে বর্মা  চাকমা, তরু চাকমাসহ কিছু নেতা দল ত্যাগ করে একটি গোষ্ঠীর সাথে আতাত করে ইউপিডিএফের নেতা-কর্মী ও গ্রামবাসীদের ওপর ষড়যন্ত্রমূলক  মিথ্যা মামলা করছে তা বন্ধ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত