রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ঃআহত ২০

Published: 15 Nov 2017   Wednesday   

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি এলাকায় বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতের নাম তপনী বেগম(৩০)। তার স্বামীর নাম সোলেমান, চট্টগ্রাম শহরের আতুরার ডিপোর শান্তি নগরের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী জানায়,বুধবার দুপুরের দিকে রাঙামাটি শহর থেকে চট্টগ্রামের অভিমুখে দ্রুতযান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস(নং চট্ট-মেট্রো ০৪-০১১০০) যাচ্ছিল। এসময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাহাড়ের ঢালু রাস্তায় দিয়ে নামার সময় মানিকছড়ি এলাকায় পৌছালে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তপনী বেগম নামের এক নারী নিহত ও ২০ জন আহত হন।  খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুত্বর। এর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান,ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছেন। তবে  উল্টে যাওয়া বাসটি রাস্তায় উপর পড়ে থাকার কারণে রাস্তার দুধারে গাড়ী আটকে গেছে। রাস্তার সচল করতে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত