রাঙামাটিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ সভা

Published: 14 Nov 2017   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার,সুরক্ষা আইন ও জাতিসংঘে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের উদ্দ্যেগে ও ডিজ্বিলিটি রাইটস ফান্ডের সহযোগিতায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল।বক্তব্যে দেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা। সভায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন জজ ত্রিপুরা। সভায় জেলার প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধীদের উপযুক্ত কর্মক্ষেত্র বা পদ চিহ্নিত করার কথা থাকলেও আজ পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত