রাঙামাটিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Published: 14 Nov 2017   Tuesday   

‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ডায়াবেটিস সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। ডায়াবেটিস সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ পরশ খীসা, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নিহার রঞ্জন নন্দী প্রমুখ।

 

এর আগে তবলছড়ি পাবলিক কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগৌড়ায় পৌঁছে দিতে দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। পার্বত্য এলাকার উপজেলায় কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

তিনি আরো বলেন, সারাদেশে গর্ভকালীন নারীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বল্পমূল্যে সেবা দিতে ডায়াবেটিক সমিতির সেবাকেন্দ্রগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

সভায় বক্তারা বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের মাঝে ডায়াবেটিস সতেচনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহন করা প্রয়োজন। রোগটির বিষয়ে মানুষ সচেতন হলেও জ্ঞাত বা অজ্ঞাতভাবে প্রায় ৫০ ভাগ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এছাড়া নারীদের ওজন ও বয়স বাড়া ও গর্ভধারণকালে টাইপ-২ ডায়াবেটিস বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই সুশৃঙ্খল জীবনযাপন, পরিকল্পিত গর্ভধারণ ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত