রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নগদ অর্থ প্রদান

Published: 11 Nov 2017   Saturday   

রাঙামাটি শহরের কাঠালতলীর আলম ডক ইয়ার্ড এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৯টি পরিবাররের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ক্ষতিগ্রস্থ ১৯টি পরিবাররের মাঝে প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 


অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী সোলায়মান চৌধুরী।


এসময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজল, রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক মন্ডলীর সদস্যসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার দুপুরে বেদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে অগ্নিকান্ডে ৪টি দোকানপাটসহ ১৯টি বসতঘর পুড়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত