খাগড়াছড়িতে জেলা ব্র্যান্ডিং ও ই-সার্ভিস বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা

Published: 09 Nov 2017   Thursday   

খাগড়াছড়ি জেলা ব্র্যান্ডিং ও  ই-সার্ভিস বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামে সহযোগিতায় খাগড়াছড়ি  জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ই-সার্ভিসের  পরিচালক ড.আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-সচিব মামুনুর রশিদ।

 

 

আলোচনা সভায় খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, প্রবীন রাজনীতিক নুরনবী চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়াসহ সরকারি-বেসরকারি প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের প্রস্তাবনায় জেলা ব্র্যান্ডিং  লোগো’তে তে শান্তির প্রতীক পায়রা অর্ন্তভুক্ত করার বিষয়টি জেলা প্রশাসক সমর্থন জানান।

 

আলোচনা সভায় ই-সার্ভিসের পরিচালক ড. আব্দুল মান্নান বলেন, খাগড়াছড়িতে দেখার অনেক কিছু আছে। তাই খাগড়াছড়িতে ব্রান্ড করার মতো অনেক কিছু আছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত