কাপ্তাইয়ের নতুন বাজার সিএনজি সমিতির চালকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

Published: 09 Nov 2017   Thursday   

বৃহস্পতিবার কাপ্তাইয়ের নতুন বাজার সিএনজি সমিতির চালকদের সাথে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। কাপ্তাই ট্রাফিক সড়ক বিভাগের পুলিশ পরিদর্শক তারক  চন্দ পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো: নুরুল আলম এবং সাংবাদিক ঝুলন দত্ত।

 

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন,সকল সিএনজি চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ী চলাচল করলে সড়ক দূর্ঘটনা কমে আসবে। পর্ষটন মৌসুমে যাতে যাত্রী হয়রানি না হয় সেই জন্য সকল চালকদের সজাগ থাকতে হবে। প্রশাসন কতৃর্ক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে এবং সেই সাথে সকল চালকদেরকে নির্ধারিত পোশাক পড়ে গাড়ী চালাতে হবে, বছর শেষে সেরা চালকদের প্রশাসনের পক্ষ হতে পুরস্কার করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত