জুরাছড়িতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার জেএসসি পরীক্ষা কেন্দ্র পরির্দশন

Published: 08 Nov 2017   Wednesday   

বর্তমান সরকার শিক্ষার গুণগত মান নিশ্চায়নে প্রতিটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এক শিপটে ২৫ ও দুই শিপটে ৫০ জন করে শিক্ষকের পদ সৃষ্টি করেছে। যা ইতোমধ্যে এ সব পদে শিক্ষক পদায়নের পদক্ষেপ নিচ্ছে সরকার।

 

বুধবার জুরাছড়ি উপজেলার ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরির্দশকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা একথা বলেন।

 

এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দ্বীপ উজ্জল চাকমা, পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় তিনি আরো বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কোটি কোটি টাকা ব্যয়ে প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। এ ল্যাবের মাধ্যমে প্রান্তিক ছাত্র-ছাত্রীরা সহজে কম্পিউটার প্রশিক্ষণ নিতে স্বক্ষম হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন।

 

এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিদ্যালয়ের অবকাঠামো পরির্দশন করে শ্রেণী কক্ষ সম্প্রসারণে সহযোগীতার আশ্বাস দেন।

 

উল্লেখ্য উপজেলার ২টি মাধ্যমিক ও ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৬ জন ছাত্র-ছাত্রী শান্তিপূর্ণ ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এযাবৎ পর্যন্ত কোন অপ্রীতিকর খরব পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত