পানছড়ির দু’টি বিদ্যালয়ে সততা ষ্টোর চালু

Published: 08 Nov 2017   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে।

 

 মঙ্গলবার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক ডা: সৈয়দ আহাম্মদ, বাজার উচ্চ বিদ্যালয় প্রধান অলি আহমেদ, সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান বেলী চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগীর কালাচাদ চাকমা, ৩নং পানছড়ির মো: নাজির হোসেন ও ৫নং উল্টাছড়ি ইউপির বিজয় চাকমা।

 

“সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সৎ পথে থাকার ইচ্ছাই হলো সততা” লিখা সমন্বিত পেষ্টুন ও ব্যানার দিয়ে সাজানো সততা ষ্টোর দেখে জেলা প্রশাসক সন্তুষ্টি প্রকাশ করে নিজেও পন্যাদি ক্রয় করে সততা ষ্টোরের ক্যাশ বাক্সে টাকা জমা করেন।

 

পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকম জানান, শিক্ষার্থীদেরকে সৎ, আদর্শ ও নৈতিক গুনাবলী সম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত