চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Published: 03 Nov 2017   Friday   

কাপ্তাই উপজেলাস্হ চিৎমরম  বৌদ্ধ বিহারে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শুভ কঠিন চীবর দানোৎসব।

 

চিৎমরম  বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরোর সভাপতিত্বে ক্যজহ্লা মার্মার  সঞ্চালনায় চীবর দানোৎসবে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ নারানগিরি  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞঞাকুওয়ী মহাথেরা।

 

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, রাজস্হলী উপজেলা পরিষদ  চেয়ারম্যান উথিনচিং মার্মা  সহ বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ এবং দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ব্ক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট হ্লাথোয়াই মার্মা।কঠিন চীবর দানোৎসব উপলক্ষে চিৎমরম বিহার প্রাঙ্গণে হাজার হাজার পূর্নাথীর আগমন ঘটে।

 

অনুষ্ঠানে বুদ্ধ বন্দনা,বিশ্বশান্তি কামনা,পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন,মঙ্গলাচরন, পঞ্চশীল গ্রহন,কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত