বাংলাদেশ বিশ্ব-বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান রাঙামাটিতে আসছেন

Published: 02 Nov 2017   Thursday   

বাংলাদেশ বিশ্ব-বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান শুক্রবার থেকে তিন দিনের সফরে রাঙামাটিতে আসছেন।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ  বিশ্ব-বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান   রাঙামাটি সফরের প্রথম দিন শুক্রবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় (রাবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাসহ রাঙামাটি’র বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধি পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

পরদিন শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের  ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এর পর তিনি ঝগড়াবিল মৌজার অর্ন্তগত নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। ওই দিন সন্ধ্যায় রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে রাবিপ্রবি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। অনুষ্ঠানে রাঙামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। রোববার তার চট্টগ্রামের উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত