খাগড়াছড়িতে জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরার বাস ভবনে হামলার চেষ্টা

Published: 30 Oct 2017   Monday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খগেশ্বর ত্রিপুরা’র বসত ভবনে হামলার চেষ্টা চালানো হয়েছে। এসময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রায় ১৫মিনিট ধরে ইটপাটকেল ছুঁড়ে ও ঘরের দরজা লাথি ও জানালা ভাঙার চেষ্টা করে। গেল রোববার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ ও এ ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তপূর্বক শাস্তির জাবি জানিয়েছে।


খাগড়াছড়ি জেলা পরিষদের গবেষণা ও পরিকল্পনা কর্মকর্তা(পিআরও) চিংলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারীদের অভিলম্বে গ্রেপ্তার পূর্বক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনে সু-দৃষ্টির আকর্ষন করেছেন।


৩০ অক্টোরব দুপুর আড়াইটায় পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং খগেশ্বর ত্রিপুরার সাথে তার বাস ভবনে দেখতে যান ও তাকে শান্তনা দেন।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, রোববার রাত ১০টার দিকে কে বা কারা ঘরের চারিদিকে প্রায় ১৫মিনিট ইটপাটকেল ছুঁড়ে এবং ঘরের দরজা ও জানালায় লাথি মেরে ভীতিকর অবস্থা তৈরী করে।

 

তিনি আরো বলেন, ঘটনার সময় মুঠোফোনে বিষয়টি সদর থানার পুলিশকে জানালে বাইরে থাকা সন্ত্রাসীরা আঁচ করতে পেরে পালিয়ে যায়। এসময় তিনি ও তার পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়ে। এখনও আতংকিত অবস্থায় রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত