জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবের ২৫ বছর পদার্পণ উপলক্ষে শনিবার কাপ্তাই আনন্দ শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা নিয়ে গড়বো দেশ" এই স্লোগানকে সাথে নিয়ে কর্ণফুলি ডিগ্রি কলেজের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি কলেজের মাঠ এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিন করে আবার প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন। এসময় কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, অধ্যাপক সুদর্শন বড়ুয়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক শামীমা বানু, প্রভাষক পলাশ মুৎসুদ্দী, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক জসিম উদ্দিন সহ কলেজের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.