পাকুজ্জ্যাছড়ি ও সাপমারা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

Published: 17 Oct 2017   Tuesday   

রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টে জেলা পর্যায়ে ফাইনালে বালকদের খেলায় কাউখালী সাপমারা প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয় হয়েছে। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালিকাদের খেলায় বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।


মঙ্গলবার বিকেলে রাঙামাটি চিংলামং মারি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুইটি টুর্ণামেন্টের সমাপনী খেলায় বালক গ্রুপে কাউখালী সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়। অপরদিকেং বালিকা গ্রুপে বাঘাইছড়ি পাকুজ্জাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে রাঙামাটি সদরে কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।


খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মানজারুল মান্নান টুর্ণামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।


অনুষ্ঠানে এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, এডিপিও মফিজুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা। গেল ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে জেলার ১০টি উপজেলার ২০টি প্রাথমিক স্কুলের বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মানজারুল মান্নান বলেন, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রচলন হওয়ায় দেশে ক্ষুদে ফুটবলার সৃষ্টির সুযোগ হয়েছে।


তিনি আরো বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশিত হবে। এবং তাদের সঠিকভাবে পরিচর্যা করা হলে আগামীতে দেশের ফুটবল অঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে।


তিনি পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ করে দিতে শিক্ষক অভিভাবকদেরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত