রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিসিএস প্রশিক্ষণার্থীদের সাক্ষাত

Published: 17 Oct 2017   Tuesday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে পি৬৫তম বিসিএস বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এ অংশগ্রহণকারী ১০জন প্রশিক্ষণার্থী মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেছেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাতকালে এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী।

 

প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পর পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়। চুক্তি অনুযায়ী পরিষদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমবায়, যুব উন্নয়ন’সহ ২৪টি এবং নির্বাহী আদেশে ৬টি বিভাগ হস্তান্তরিত হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর


কল্যাণ ও উন্নয়নে পরিষদ হস্তান্তরিত বিভাগ ও পার্বত্য মন্ত্রণালয়ের এডিবি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এ জেলার উন্নয়নে জেলার সরকারি-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলা উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে যা প্রতিমাসে জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা নিরসন ও সম্ভাবনা নিয়ে সভা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত